Search This Blog

Monday, November 1, 2010

কাব্যের সত্য

সত্য সর্বদাই বিশ্বতোমুখ, তাই সত্যের আলোচনার ধারাও শতধা  এ যেন এক অক্ষীয়মাণ শতধার উৎস  গৌতমবাবুর গ্রন্থ সত্যি এক নতুন চেতনার স্রোতস্বিনীকে বইয়ে দিয়েছে, আর এই স্রোতস্বিনী থেকে আমরা তখনই লাভ করতে পারি যখন তার অনন্ত প্রবাহিনী রূপকে আমরা হৃদয়ে অবধারণ করে তাতে অবগাহন করতে পারব  তাতে নিত্য মিলনে নিত্য বিরহ হবে ঠিকই, কিন্ত এই ব্যথাই আমাদের তার দ্বারে নিয়ে যাবে, যে চির পুরাতন, আবার চির নতুন - পুরোনতুন’, কুমারস্বামীর সেই each যে both কী পেয়েছি তার অভিব্যক্তি ইতিমুখে তো সম্ভব নয়ই, নেতিমুখেও নয়, শুধু বলতে পারি তা অপূর্ব অদ্ভুত!

No comments:

Post a Comment